জাফলং ঘুরতে যাওয়ার কথা বলে ৪ শিশু নিয়ে উধাও, অবেশেষে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ৯:২৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে নিখোঁজ হওয়া ৪ শিশু উদ্ধার হয়েছে। এ ঘটনায় ১ জন মহিলাকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৭টায় নিখোঁজ হওয়া চার শিশু বাড়ি ফিরে আসে।
শিশুরা হলো- দক্ষিণ সুরমা খোজারখলা এলাকার ফারুখ মিয়া মেয়ে মাহমুদা (১০), পারুল (৩), আবুল কালামের মেয়ে সুমাইয়া (৬) এবং সামী (৮)।
আটককৃত মহিলা নাম মায়মুনা (২৫)। সে কুমিল্লা লাকসাম হাজিপুর এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় দক্ষিণ সুরমার খোজারখলা কলোনি থেকে চার শিশু নিখোঁজ হয়। এ বিষয়ে শিশুর অভিবাবকরা থানা পুলিশকে অবহিত করেন। চার শিশুকে তাদের প্রতিবেশি মায়মনা নামে মহিলা জাফলং এলাকায় বেড়ানোর কথা বলে বাসা থেকে বাহির হয়। এ সময় মায়মুনা শিশুদের নিয়ে সিলেট ট্রেন স্টেশন থেকে ট্রেনে করে কুমিল্লার লাকসাম যায়। পরে শিশুরা কান্নাকাটি করলে সে আবার ফিরতি ট্রেনে তাদের সিলেট নিয়ে আসে। শনিবার সকাল ৭টায় নিখোঁজ হওয়া চার শিশুকে নিয়ে মায়মুনা বাসায় চলে আসে। পরে শিশুদের পরিবারের লোকজন বিষয়টি থানায় অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মায়মুনা নামের ওই মহিলাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানায় ওসি (তদন্ত) মো. আবুল হোসেন বলেন, আটক মায়মুনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।