বিশ্বনাথে পরিবহন শ্রমিক ঐক্য জোটের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৫:৩৬:২৭ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বিশ্বনাথে রোববার বাসিয়া সেতুর উপর মানববন্ধন করেছে উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট। উপজেলার বিভিন্ন শাখা থেকে আসা শ্রমিকরা যোগ দেন মানববন্ধনে। মানববন্ধনে শ্রমিকরা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানান।
দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়ে শ্রমিকরা বলেন, সময়সীমার মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না হলে সবাইকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সভাপতি কাউন্সিলর ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় মানববন্ধনপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের প্রধান উপদেষ্টা ময়না মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সহসভাপতি সেবুল মিয়া, ফরিদ মিয়া, যুগ্ম সম্পাদক তোরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক আখলুছ আলী, সদস্য আনসার আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ, আক্তার হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শাখার পরিবহন শ্রমিক ঐক্য জোটের শ্রমিকেরা উপস্থিত ছিলেন।