ছাত্র মজলিসের দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৫:৫১:২৪ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে শনিবার বিকাল ৫ টায় মহানগর মজলিস মিলনায়তনে খেলাফত মজলিসের আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
শাখা সেক্রেটারি মোস্তফা আহমদ সোহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা জারির হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট-ময়মনসিংহ জোন পরিচালক সাইফুল ইসলাম জলিল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, সাবেক সিলেট পশ্চিম জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর বায়তুলমাল ও ক্যাম্পাস সম্পাদক মোঃ মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল ও প্রশিক্ষণ সম্পাদক এমাদ উদ্দিন, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সালমান আহমদ, মাদ্রাসা ও দাওয়া সম্পাদক ইমরান হোসাইন, খালেদ আহমদ, মাহবুবুর রহমান, আব্দুর রাহিম, আশরাফুল হক কামরান সহ প্রমুখ। বিজ্ঞপ্তি