সিলেট বিবেকের বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৫:৫৭:৪৭ অপরাহ্ন
মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এক জরুরী বিশেষ সভা শুক্রবার বেলা ১১টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিবেকের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহ সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল, সুব্রত দেব, সহ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, কৃষ্ণা তালুকদার কণিকা, প্রদীপ কুমার দেব, কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায়, সহ কোষাধ্যক্ষ এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, সাংগঠনিক সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা শিলা চৌধুরী, প্রকাশনা সম্পাদক কবি সুমন বনিক, সাংস্কৃতিক সম্পাদক শাশ্বতী ঘোষ সোমা, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য উত্তরা ব্যাংকের অব: ডি.জি.এম. নীরেশ চন্দ্র দাশ, বাংলাদেশ ব্যাংকের অব: ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ, এডভোকেট নির্ম্মলেন্দু চৌধুরী পান্না, স্বপন পাল চৌধুরী, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, রোটারিয়ান পিযূষ কান্তি পুরকায়স্থ, অধ্যাপক বাসুদেব পাল প্রমুখ।
সভায় এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস কে আহবায়ক প্রফেসর অরুণ চন্দ্র পাল কে যুগ্ম আহবায়ক এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমকে সদস্য সচিব মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি