শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৫:৫৯:১১ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি, ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ মে তারাপুর চা বাগান মাঠে অনুষ্ঠিত হয়।
কাবাডি প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে হাজীপাড়া উপানুষ্ঠানিক বিদ্যানিকেতন (১১-০৫) পয়েন্টে বনকলা উপানুষ্ঠানিক বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে পীরমহল্লা ( ১৬-৭) পয়েন্টে সুবিদবাজার উপানুষ্ঠানিক বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রাগীব রাবেয়া বিদ্যানিকেতন মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে হাওলাদার পাড়া উপানুষ্ঠানিক বিদ্যানিকেতন (২-১) গোলে রাগীব রাবেয়া বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বালিকাদের বিভাগে জালালিয়া উপানুষ্ঠানিক বিদ্যানিকেতনকে (৩-২) গোলে নতুন বাজার উপানুষ্ঠানিক বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কদমতলী ফেরীঘাট মাঠে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিকেট প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে ভার্থ খলা কমিনিউটি টিম ৫ রানে কদমতলী কমিনিউটিকে টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের বিভাগে দরিয়াপীর ফেরীঘাট টিম ২ উইকেটে ভার্থ খলা কমিনিউটি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে ফুটবল, কাবাডি ও ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরূল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইলিয়াছুর রহমান ইলিয়াছ। বিজ্ঞপ্তি