জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৭:১০:৫৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক পৃথক স্থানে বিভিন্ন কারণে সংঘর্ষ ও হামলার ঘটনায় নারী-পুরুষসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ভর্তিসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, রোববার একই দিনে জগন্নাথপুর পৌর শহরসহ উপজেলার পৃথক স্থানে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হন। আহতরা হলেন, জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের কামাল মিয়া, বক্কর মিয়া, আবুল কালাম, বাচ্চু মিয়া, রিয়াদ মিয়া, কেশবপুর গ্রামের রাশেদ মিয়া, সুফিয়া খানম, লিমা বেগম, ইকড়ছই গ্রামের সাইম আহমদ, উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘোরারগাঁও গ্রামের সাবাবুল হক, এমদাদুল হক, ইছগাঁও গ্রামের রাবিনা বেগম, ইসলামপুর গ্রামের সুমন মিয়া। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাঃ মোবারক হোসেন জনি জানান, আহতদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।