জগন্নাথপুরে বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধ শীর্ষক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৭:১৩:০৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধ ও রক্ষা পেতে তাৎক্ষণিক করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় এবং বর্ণমালা এর যৌথ উদ্যোগে এ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর সভাপতিত্বে ও ডাঃ শায়খুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সমাজসেবক বজলুর রশীদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক শংকর রায়, পৌর কাউন্সিলর কামাল হোসেন, আলাল হোসেন, হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারি আবদুল হান্নান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আমিনুর রহমান জিলু, মেডিকেল কর্মকর্তা ডাঃ তানজিম হোসেন, ডাঃ শাহিনুল ইসলাম, ডাঃ আওলাদ হোসেন মুগ্ধ, ডাঃ মনিরুজ্জামান সিহাব, ডাঃ মারুফা তামান্না, বর্ণমালা’র অর্গানাইজার কাজী সোহেল আহমেদ, তপু মাহমুদ প্রমূখ।
সভায় বজ্রপাত ও বন্যা থেকে রক্ষা পেতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে প্রকাশতি ম্যাগাজিন প্রদান করা হয়। এসব বার্তা হাওরপারের গ্রাম-গঞ্জের কৃষক-কৃষাণী ও মৎস্যজীবিসহ সকল শ্রমজীবি মানুষের কাছে পৌঁছে দেয়ার আহবান জানানো হয়, যাতে বজ্রপাত ও অকাল বন্যার মতো দুর্যোগের কবল থেকে মানুষ রক্ষা পান।