নদী ভাঙন রোধে কাজ করছে সরকার: এমপি হাবিব
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৭:২২:২২ অপরাহ্ন
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার নদী ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছে। সারা দেশে নদী ভাঙন এলাকা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তা রোধ করার লক্ষে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি নদী ভাঙ্গনের কারণে আর কাউকে নি:স্ব হতে হবে না। আমরা নদী ভাঙন রোধে আন্তরিকতার সাথে কাজ করব।
তিনি রোববার বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুরে পুকুর ভরাটকরণ ও অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আমির হোসাইন খান, উপ সহকারী প্রকৌশলী মোঃ গেলাম বারী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মতিন, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সদস্য শাহ আলম সজিব, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াবর মিয়া সাধারণ সম্পাদক সুজন আহমদ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুর রহমান আসাদ প্রমুখ। বিজ্ঞপ্তি