ড.ইউনূসের বিরুদ্ধে ১১শ’ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৭:৫৮:১৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির এমন অভিযোগের বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার হাইকোর্টকে এনবিআরের প থেকে জানানো হয় ২০১২-১৭ এ পাঁচ বছরে এই পরিমাণ টাকার কর ফাঁকি তিনি দিয়েছেন।
এর আগে, ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শ’ কোটি টাকার আয়কর রিটার্নের মামলাটি আমলে নিয়ে বিচার কার্যক্রম চালনোর জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপ। বাংলাদেশ মোমেন্টেস এর তথ্যমতে জানা যায়, এরই মধ্যে ড. ইউনূসের ব্যক্তিগত ও তার প্রতিষ্ঠিত ৯টি প্রতিষ্ঠানের কর সংক্রান্ত তথ্য চেয়ে এনবিআরের কাছে চিঠিও দিয়েছিল দুদক। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সার্কেল এবং জরিপ দফতরকে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছিল।