অবশেষে ১০ দিনের প্রতিবেদন ৩৭ দিনে মিললো
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৯:০৯:০৩ অপরাহ্ন
কেন্দ্রীয় বাস টার্মিনালে ফাটল
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে নবনির্মিত আধুনিক বাস টার্মিনাল পরীক্ষামূলকভাবে চালু হয় ১৫ ফেব্রুয়ারি। চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই টার্মিনালের ছাদের একটি অংশে ফাটল ধরা পড়ে। এরপর জরুরী সংবাদ সম্মেলন করেন সিসিক মেয়র। এ সময় নির্মাণ কাজে ক্রুটি রয়েছে কী না তা অনুসন্ধানে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন মেয়র আরিফুল হক চৌধুরী।
এদিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা এক মাসের বেশি সময় চলে যায়। এরপরও প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। এ নিয়ে বুধবার (৩ মে) দৈনিক জালালাবাদে ‘১ মাসেও মিলেনি ১০ দিনের তদন্ত প্রতিবেদন’ শিরোনামে সংবাদ ছাপা হয়। শুরু হয় তোড়জোড়। অবশেষে ১০ দিনের তদন্ত প্রতিবেদন ৩৭ দিন পর মিলেছে। শনিবার সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তদন্ত কমিটি প্রতিবেদনটি জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, শনিবার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। দু’একদিনের মধ্যে মেয়র মহোদয় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন বিষয়ে কথা বলবেন।