গোলাপগঞ্জে ২৫০ বস্তা চিনিসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৯:১০:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ২৫০ বস্তা চিনি জব্দ করা হয়।
রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ সিলেট-তামাবিল সড়কের এভালন স্পোর্টস ক্লাবের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাট ঝাড়া বর্ষা গ্রামের মো. মোনতাজ আকন্দের ছেলে মো. হাসিবুর রহমান স্বপন (২০), বন্দর উপজেলার কামাল গ্রামের মো. রবিন হোসেনের ছেলে মো. আল আমিন হোসেন (২৪) ও পলাতক আসামি পাবনা জেলার সুজানগর উপজেলার আব্দুল হালিমের ছেলে নাইমুল ইসলাম (৪২)।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তারা ভারতীয় চিনি কৌশলে দেশীয় চিনির প্যাকেটে মোড়কজাত করে বাজারজাত করে আসছিল। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।