দয়ামীর গ্রামবাসী ও দয়ামীর ডিগ্রি কলেজের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৯:৩৫:৩২ অপরাহ্ন
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধ কার্যক্রমের মাধ্যমে শিক্ষাঙ্গনকে আরো এগিয়ে নিতে হবে। শিক্ষাক্ষেত্রে বিশ্বনাথ-ওসমানীনগর অনেক এগিয়ে। বিশেষ করে দয়ামীর ডিগ্রি কলেজের অনেক সাফল্য ও অর্জন রয়েছে। সেই অর্জনকে লালন করে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি দয়ামীর বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তা সংস্কার ও কলেজের শহীদ মিনার নির্মাণের আশ্বাস প্রদান করেন।
এমপি মোকাব্বির খান শনিবার দুপুরে দয়ামীর ডিগ্রি কলেজের অডিটরিয়ামে দয়ামীর গ্রামবাসী ও দয়ামীর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওসমানীনগর উপজেলার নির্বাহী অফিসার ও দয়ামীর ডিগ্রি কলেজের গর্ভনিংবড়ির সভাপতি নীলিমা রায়হানা’র সভাপতিত্বে ও গর্ভনিং বড়ির শিক্ষানুরাগী সদস্য আবু আলা জুবায়ের আহমদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুরোদ্দয় পাল ঝলক, সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুনু মিয়া, সাংবাদিক বদরুল আলম চৌধুরী, কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য সাইস্তা মিয়া, সদস্য ফারুক আহমদ, সমাজসেবী মশাইদ আলী, রোম্মান আহমদ নোমান (মেম্বার), কলেজের অধ্যাপক মিছবা উদ্দিন, অধ্যাপক আলীম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অপর্ণা আচার্য্য, অধ্যাপক শামীম মোল্লা, অধ্যাপক সারজিমা বেগম, অধ্যাপক তানজিনা রহমান, অধ্যাপক পিলু কান্তি দাস, সহকারী লাইব্রেরিয়ান রত্না তালুদার, মৌলভী ইসমাইল আলী, ফারুক আলী, আব্দুল রউফ, জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন-২ প্রমুখ। বিজ্ঞপ্তি