কুলাউড়া প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৫:২৯:১৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া প্রেসক্লাবের সভা রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, পৌর মেয়র ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং সাপ্তাহিক হাকালুকি সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
সভায় প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনের জন্য গত ৩০ এপ্রিলের সভায় দায়িত্বপ্রাপ্ত প্রেসক্লাব সদস্য অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও অধ্যক্ষ (ভারঃ) মো. আব্দুল হান্নানসহ ৩ সদস্য কমিটি পুনর্গঠিত নুতন কমিটি ঘোষণা করেন। কমিটির পক্ষে অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান নুতন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোঃ খালেদ পারভেজ বখশকে পুনরায় স্ব-স্ব পদে বহাল রেখে কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি এম মছব্বির আলী, সহ-সম্পাদক আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক মোঃ জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক তারেক হাসান, দপ্তর সাইদুল হাসান সিপন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক এইচডি রুবেল এবং সদস্য সুশীল সেন গুপ্ত, অধ্যক্ষ সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অধ্যক্ষ (ভারঃ) আব্দুল হান্নান, আব্দুল করিম বাচ্চু, সুমন আহমদ, রাসেল আহমদ, ইউছুফ আহমদ ইমন, এম আতিকুর রহমান আখই, আশরাফুল ইসলাম খান হিরো, মাহফুজ শাকিল, এম এ কাইয়ুম, হাবিবুর রহমান সুজন, শাহবান রশীদ চৌধুরী অনি, সালাহ উদ্দিন ও আকাশ আহমদ। সভায় অধ্যক্ষ সফি আহমদ সলমান জানান পুনর্গঠিত কমিটির মেয়াদ হবে আগামী ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত। পরবর্তীতে নুতন কমিটি ঘোষণা করা হবে। তিনি সংগঠনের স্বার্থে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এ ছাড়া সভায় আশরাফুল ইসলাম খান হিরো, এম. আতিকুর রহমান আখই, এম এ কাইয়ুম, জহিরুল ইসলাম, মাহফুজ শাকিল, এস আর অনি চৌধুরী, সালাউদ্দিন, হাবিবুর রহমান সুজন ও আকাশ আহমদসহ ৯ জনকে গত সভায় প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তাদের বরন করা হয়।