উইমেন্স মেডিকেল কলেজে নৌকার সমর্থনে শিপলুর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৫:৩৮:০৭ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা এখন শেখ হাসিনাকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন।
সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু শেখর দাস, সহযোগী অধ্যাপক ডা. শফিউল ইসলাম খালেদ, ডা. অনিরুদ্ধ পাল, ডা. মো. ইশফাক জামান সজিব, ডা. মাহবুব হোসাইন, ডা. সাদমান সাকিব, হোসেন আহমদ তৌকির, ছাত্রনেতা আবি আহমদ, সালমান আহমদ, রুবেল সিদ্দিকী, রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি