সাংবাদিকের উপর হামলার ঘটনায় জামালগঞ্জ প্রেসক্লাবের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৭:২০:৫৭ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের জেরে যমুনা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার চীফ রিপোর্টার আমিনুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছেন জামালগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ-সভাপতি সাইফ উল্লাহ, সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, কোষাধ্যক্ষ বাপ্পী বর্মণ, সাংগঠনিক সম্পাদক আসাদ বিন সফিক, দপ্তর সম্পাদক মানিক মিয়া, সম্মানিত সদস্য এইচ জাকারিয়া, আফজাল হোসেন।