ফেনারবাঁকে মানবিক ফাউন্ডেশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৭:২৪:৫২ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে সমাজসেবা সংগঠন মানবিক ফাউন্ডেশন ফেনারবাঁক এর ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৪ এপ্রিল শাহিদুল ইসলামকে সভাপতি ও জয়দুল হোসাইনকে সাধারণ সম্পাদক এবং জুয়েল রানা কাজলকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি জাহিদ হাসান জায়েদ, আবু তালহা চৌধুরী রাকিব, কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ রহমত, আকমল হোসেন, আবতাহিনুর খাঁন উদয়, সহ সাংগঠনিক রবি আওয়াল, মৌরছালিন, দপ্তর সম্পাদক এনামুল হক এনাম, সহ দপ্তর সম্পাদক সুমন খাঁন, প্রচার সম্পাদক ফকরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক রাজু আহমেদ, ধর্ম সম্পাদক আলী হাসান, ক্রীড়া সম্পাদক চাদ হোসেন বাবু, সহ ক্রীড়া এনামুল হক লাদেন, অর্থ সম্পাদক আসমাউল আহমেদ, সহ অর্থ সম্পাদক জাকারিয়া তালুকদার, প্রবাসী কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক নাঈম, সাহিত্য সম্পাদক সুয়েল রানা তছির, সহ সাহিত্য সম্পাদক শাকিরুল ইসলাম, সাজন আহমেদ প্রমুখ। ফাউন্ডেশনের উপদেষ্টা রয়েছেন, মোছাব্বির হোসাইন, হোসাইন চৌধুরী বাবু, এনামুল হক, আমির ফয়সাল চৌধুরী মাছুম, চৌধুরী মেহেদী হাসান রবিন, মনজুল হোসেন তালুকদার।