লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হলেন বড়লেখার হাবিব
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৭:৫১:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার গ্রামতলার কৃতী সন্তান লন্ডনের ষ্টামফোর্ড স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও রেষ্টুরেন্ট ব্যবসায়ী হাবিব রহমান বিপুল ভোটে লন্ডনের সাউথ কেস্টেভেন ডিস্ট্রিক্টে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকারের এই নির্বাচন গত ৪ মে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, তিনি লিবারেল ডেমোক্রেট পার্টির মনোনিত কাউন্সিলার প্রার্থী হিসেবে নিজ এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন।
এদিকে বড়লেখার হাবিব রহমান কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। রোববার সন্ধ্যায় লন্ডনস্থ বড়লেখা ফাউন্ডেশন ইউকে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।