ভ্রাম্যমাণ ভ্যাট বুথ এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৮:০০:৫১ অপরাহ্ন

ভ্রাম্যমাণ ভ্যাট বুথ এর উদ্বোধন- সিলেট। জালালাবাদ
বরাবরের মতো এবারও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর উদ্যোগে ভ্রাম্যমাণ ভ্যাট বুথ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বুথের উদ্বোধন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।
৮-৯ মে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সিলেট জেলার নির্ধারিত স্থানসমূহে ভ্রাম্যমাণ ভ্যাট বুথ এর মাধ্যমে ভ্যাট বিষয়ক সেবা প্রদান কার্যক্রম চালু থাকবে। এ সকল সেবার মধ্যে অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, অনলাইনে ভ্যাট জমা, রিটার্ণ জমাদান, মূসক চালান ইস্যু প্রভৃতি সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
ব্যবসায়ীগণ এ ভ্যাট বুথে এসে মূসক ও সম্পূরক শুল্ক সংক্রান্ত সকল ধরণের জিজ্ঞাসার প্রাতিষ্ঠানিক জবাবও পেতে পারেন।
এবিষয়ে কমিশনার মোহাম্মদ আকবর হোসেন জানান, সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সূদৃঢ় করার লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং এ সেবা গ্রহীতাদের দোরগোড়ায় পৌঁছানোর জন্যই এ আয়োজন। ভ্রাম্যমাণ ভ্যাট বুথ এর মাধ্যমে আমরা সে চেষ্টা অব্যাহত রাখছি। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভোক্তাগণ যাতে উক্ত ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত যাবতীয় সেবা নির্বিঘেœ গ্রহণ করতে পারেন। সে লক্ষ্যে আগামীতেও এ ধরনের সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, যুগ্ম কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম, উপ কমিশনার মোঃ সোলাইমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ। বিজ্ঞপ্তি