মোবাইল পাঠাগারের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৮:০৮:০৬ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮১৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শনিবার নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোসিটি প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ রোটারিয়ান এম. সাহেদ হুসাইন। আলোচকের বক্তব্য রাখেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী, বৃক্ষপ্রেমিক মো. আব্দুল গফফার, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মকসুদ আহমদ লাল, কবি ফতহুল করিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি