কুলাউড়ায় বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৮:১১:৪৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। কুলাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান এর সভাপতিত্বে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারঃ) মোঃ আবুল বাসার এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম, কবি ভানু পুরকায়স্থ, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, শিশু বক্তা মিথিলা ও নৌরিন প্রমুখ।
সভাশেষে বিশ^কবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৬ জন শিশু প্রতিযোগিদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। এছাড়া শিশু একাডেমিতে ভর্তিকৃত ৬০জন প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ শ্রেণীর শিশুদের মধ্যে পোষাক বিতরণ করা হয়।