জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৯:২৮:১০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির গুলশানের বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।
দুপুরের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যর একটি প্রতিনিধি দল জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের বাসভবনে যান। বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা সেখানে প্রায় দুই ঘণ্টর বেশি সময় অবস্থান করেন।
এ বিষয়ে বৈঠকে উপস্থিত বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন, জাতিসংঘের আবাসিক প্রতিধিনি গোয়েন লুইসের আমন্ত্রণে আমরা তার বাসভবনে গিয়েছি। সেখানে আমরা মধ্যাহ্নভোজে অংশ নিয়েছি। সেখানে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান শ্যামা ওবায়েদ।
বিএনপির একটি সূত্র জানায়, মধ্যাহ্নভোজে অংশ নিলেও আলোচনায় আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজন, নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, গায়েবি মামলা দায়েরসহ নানা প্রসঙ্গ উঠে এসেছে।