১৭ লাখ মানুষের উপস্থিতিতে এরদোগানের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৯:২৪:৫২ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জনসভায় লোকসমাগম ততই বাড়ছে। ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক বিমানবন্দরের পিপলস পার্কে ১৭ লাখ মানুষের উপস্থিতিতে এক নির্বাচনী সভা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এ সভায় তিনি বলেছেন, জনগনেরর সমর্থনই আমার বিজয়ের জন্য যথেষ্ঠ। পশ্চিমা মিডিয়ার অপপ্রচার কোনো কাজে আসবে না।
এরদোগান উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, আপনারা অবগত আছেন যে পশ্চিমা মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। আপনারাই তাদের যথার্থ উত্তর দেবেন।
এরপর এরদোগান তার সরকারের উন্নয়ন, বিগত ২১ বছরের সব অর্জন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিগত ২১ বছরে আমাদের সরকার দেশের ২১ মিলিয়ন মানুষকে চাকরি দিয়েছে। আমরা এক কোটি পাঁচ লাখ নতুন ঘর বানিয়ে দিয়েছি।
তিনি আরো বলেন, ২০০২ সালে যখন একে পার্টি ক্ষমতায় আসে, প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও নিরাপত্তার প্রভূত উন্নতি করবে। একে পার্টি তাদের সেই প্রতিশ্রুতি পূর্ণরূপে রক্ষা করেছে। তারা কেবল এ চার দিকের উন্নয়নেই ক্ষান্ত থাকেনি। পাশাপাশি পরিবহন, কৃষি ও কূটনীতির ক্ষেত্রেও দেশকে অগ্রসর করেছে। উন্নত করেছে দেশের অবকাঠামোর।
উল্লেখ্য, আগামী ১৪ মে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসিডেন্ট এরদোগান ও ছয়দলীয় বিরোধী জোট মনোনীত প্রার্থী কামাল কিলিজদার উগলো। সূত্র : আলজাজিরা।