নগরে ২ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৯:৩৯:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে জনতার হাতে পাকড়াও হয়েছে দুই ছিনতাইকারী। এসময় উপস্থিত জনতা ঐ ছিনতাইকারীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার বিকেল ৪টার দিকে নগরীর নাইওরপুল পয়েন্টে এ ঘটনা ঘটে।
আটক দুই ছিনতাইকারী হচ্ছেন- নগরীর চারাদিঘিরপাড় এলাকার রাহেল মিয়ার বাসার ভাড়াটিয়া কবির আহমেদ (৪৫) ও লামাপাড়া রানা মিয়ার বাসার ভাড়াটিয়া জীবন আহমেদ (২১)। তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন- বিকাল ৪টার দিকে নাইওরপুল পয়েন্টে সুমন আহমেদ নামের একজনের মোবাইল ফোন ছিনতাই করতে গিয়েছিলো এ দুজন। এসময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে পালাতে চেষ্টা করা দুই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেন। পরে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ গিয়ে এ দুজনকে জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে।
ওসি জানান- গণধোলাইয়ের কারণে এক ছিনতাইকারী বেশ আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।