তেতলীতে মানব পাচার রোধে সিটিসি মিটিং
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৬:০৬:১২ অপরাহ্ন
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মসূচীর আওতায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে মঙ্গলবার দুপুরে মানব পাচার রোধে ইউনিয়ন পর্যায়ের সিটিসি মিটিং অনুষ্ঠিত হয়।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউর রহমানের সভাপতিত্বে ও ব্র্যাক সেক্টর স্পেশালিস্ট পংকজ গোস্বামী’র উপস্থাপনায় মিটিংয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড মেম্বার লিটন আহমদ, ব্র্যাক ডিস্ট্রিক ম্যানেজার শুভাশীষ দেবনাথ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. আতিকুর রহমান, উপজেলা সহকারী কৃষি অফিসার হাফিজ কাওছার আহমদ, তেতলী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার নাসির আহমদ, ৬নং ওয়ার্ড মেম্বার জুয়েল আহমদ, ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল জলিল তালুকদার, ৮নং ওয়ার্ড মেম্বার হারুন মিয়া, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত মেম্বার জেসমিন বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত মেম্বার ফাতেমা বেগম, হাফিজ আব্দুল মুক্তাদির, তেতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূদেব রঞ্জন চন্দ, তেতলী ইউনিয়ন কাজী ঈসমাঈল আলী, তেতলী ইউনিয়ন স্বাস্থ্যকর্মী সুমিত্রী রাণী চৌধুরী, ইউনিয়ন উদ্যোক্তা ফয়েজ আহমদ, আনসার ভিডিপি রুবেল আহমদ, সমাজকর্মী কামরান আহমদ, রপি বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি