মাধবপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৭:০৬:৩৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এপ্রিল মাসে পাঁচশত ডায়রিয়া আক্রান্ত রোগী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এত ডায়রিয়া রোগী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে কখনো ভর্তি হয়নি। রোগীর চাপ সামলাতে হাসপাতালের ডাক্তার, নার্স, হিমশিম খাচ্ছে। অনেক রোগী হাসপাতালে সিট না পেয়ে জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে বাড়িতে যাচ্ছেন।
উপজেলায় চা বাগানে ডায়রিয়া আক্রান্তের রোগীর সংখ্যা আরো বেশি। বাগান পরিচালিত হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় হাট বাজারের ফার্মেসী ও বিভিন্ন ক্লিনিকে ডায়রিয়া আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের কয়েকশ’ মানুষ চিকিৎসা নিচ্ছেন। তবে ডায়রিয়া আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। প্রচন্ড তাবদাহ, বিশুদ্ধ পানির সংকটই ডায়রিয়া প্রকোপ দেখা দেয়ার অন্যতম কারণ বলে স্বাস্থ্য বিভাগের লোকজন জানিয়েছেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, সুপেয় পানির অভাব, খাদ্যে বিষক্রিয়াসহ নানা কারণে ডায়রিয়া হতে পারে। এর আগে মাধবপুরে এত ডায়রিয়া আক্রান্ত রোগী দেখা যায়নি। এখন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর তুলনায় অন্যান্য রোগীর সংখ্যা কম। বিপুল সংখ্যক ডায়রিয়া আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের নার্স, চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালে স্যালাইন ও ঔষধের বরাদ্দের তুলনায় স্বল্পতা রয়েছে।