মাধবপুরে ছাগল চুরি, ৫ যুবক কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৭:০৮:৪৪ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান মাহজিল সেকশনে ছাগল চুরি করে জবাই শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশ টমটমসহ ৫ যুবককে গ্রেফতার করে সোমবার কারাগারে পাঠিয়েছেন।
গ্রেফতারকৃতরা হল শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের সফু মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯), একই গ্রামের হরিধন সরকারের ছেলে জনি সরকার (১৯), আমির আলীর ছেলে ইকরাম (২১), জবেদ আলীর ছেলে ইমন (১৯) এবং রহমত আলীর ছেলে তারেক মিয়া (২০)।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অনিক দেব জানান, গত রোববার বিকেলে উল্লেখিত ৫ যুবক সুরমা চা বাগান মাহজিলে একটি ছাগল জঙ্গলে জবাই করে বস্তায় ভরে টমটম নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ খবর পেয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ছাগল চুরির মামলায় ৫ জনকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।