জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৭:২২:৩৩ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, আধ্যাত্মিক নগরী সিলেট সিটি করপোরেশনকে মাস্টার প্ল্যানের মাধ্যমে কাজ করলে নগরবাসী সকল ক্ষেত্রে উপকৃত হবেন। তাই আমি যদি নির্বাচিত হই তাহলে এই নগরীকে মাস্টার প্ল্যানের মাধ্যমে নান্দনিক নগরীতে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার দুপুরে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশিরের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা শাখার আহ্বায়ক সাব্বির আহমদ, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, আলতাফুর রহমান আলতাফ, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, সেবুল তালুকদার, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি মো. সুফিয়ান খান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম মুর্শেদ খান, জেলা উলামা পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, মহানগর জাপা সিনিয়র নেতা শামীম আহমদ, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আফজাল হোসেন মান্না, মহানগর আহ্বায়ক পারভেজ আহমদ, সদস্য সচিব জালাল খান মুন্না, সাবেক সদস্য সচিব জাহিদ কামাল, জেলা জাতীয় যুব সংহতির সদস্য হাসান আহমদ, মামুনুর রশিদ, মঈনুল ইসলাম, মামুনুর রশিদ, মো. সুমন আহমদ, আরিফ খান, জুয়েল আহমদ, ছাত্র সমাজ নেতা মুমিনুল হক রাজা প্রমুখ।
সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী কার্যক্রম গতিশীল করা ও সুশৃঙ্খলভাবে বিভিন্ন ওয়ার্ডের কর্মসূচী বাস্তবায়নের জন্য কয়েকটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় একজন সিনিয়র নেতাকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। এছাড়া নগরীর ৪২টি ওয়ার্ডকে ৬ ভাগে ভাগ করে ৬টি নির্বাচন পরিচালনা উপ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি