দোয়ারায় চোরাকারবারীসহ দুইজন আটক
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৭:২৪:৫২ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৭ বস্তা চিনিসহ মোঃ ফজলু মিয়া (৩৭) নামের এক চোরাকারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। অন্যদিকে গাঁজা (মাদক) সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অপরাধে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে ছয় মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে তাদেরকে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মোঃ ফজলু মিয়া (৩৭) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর ছেলে ও সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ (২৫) উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরান পাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে দোয়ারাবাজার থানা পুলিশ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের জনৈক হাকিম আলীর বাড়ীর উত্তর পাশে কাচা রাস্তার উপর ভারতীয় চিনি ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ভারতীয় ১৭ বস্ত চিনিসহ ফজলু মিয়া নামের একজন চোরাকারবারিকে আটক করে। অন্যদিকে রোববার রাত ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পুরাতন পানাইল গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৫)কে গাঁজা সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতীয় চিনি আনার দায়ে ফজলু মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ ও চোরাকারবারি ফজলু মিয়াকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।