বৃহত্তর গণদাবী পরিষদ লক্ষণাবন্দ ইউনিয়ন শাখার সভা
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৮:০৭:১৪ অপরাহ্ন
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন কমিটির নবগঠিত কার্যকরী কমিটির এক সভা শনিবার ফুলসাইন্দ ইসলাম টিল্লায় অনুষ্ঠিত হয়।
লক্ষণাবন্দ ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদ ইকবালের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন লক্ষণাবন্দ ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রেদওয়ান উদ্দিন, আব্দুস শহিদ, কামরুল ইসলাম খাঁন, আজির উদ্দিন, তানু মিয়া, ডাঃ নাসির উদ্দিন, জুবের আহমদ রাসেল, হিফজুর রহমান, হেলাল উদ্দিন, এখতিয়ার আহম প্রমুখ।
সভায় প্রধান অতিথি ডাঃ হাবিবুর রহমান লক্ষণাবন্দ ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। বিজ্ঞপ্তি