বিএসটিআই’র অভিযানে হবিগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৯:০৬:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রন সংস্থা বিএসটিআই। মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মিনারেল ওয়াটার বাজারজাতকরণের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুহিন হোসেন। বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মোঃ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম) ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো: আল-আমিন।
তিনি জানান, সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মিনারেল ওয়াটার বাজারজাতকরণের অপরাধে হবিগঞ্জ সদর এলাকার মেসার্স শিশির ড্রিংকিং ওয়াটার ও মেসার্স করুনা ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।