গণিতে সারাদেশে বহিষ্কার ১১৬
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৯:১৩:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে গণিত (আবশ্যিক) পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ড মিলিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে ১১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একদিনে বহিষ্কারের এ সংখ্যা চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এদিন তিনজন পরীক্ষক বহিষ্কার হয়েছেন। তিনজনই ঢাকা বোর্ডের। আর সিলেট বোর্ডে ১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
পঞ্চম দিনে ১১টি শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলেন ৩৫ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২৩ শতাংশ। চলতি বছর এ পর্যন্ত মোট অনুপস্থিতির হার ১ দশমিক ৮২ শতাংশ। সিলেট বোর্ডে ১ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল্
োআন্তঃশিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছিল গণিত পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি বোর্ডের অধীনের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন ঢাকা বোর্ডের ৫ হাজার ১১৭ জন, রাজশাহী বোর্ডের ২ হাজার ১৬ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৮২ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯০৩ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৮২৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১৬৫ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪১ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ১২৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
১১ বোর্ডে বহিষ্কার ১১৬ জনের মধ্যে ৯টি সাধারণ বোর্ডে বহিষ্কার হয়েছে ৭৫ জন। তাদের মধ্যে ঢাকা বোর্ডে ২২, রাজশাহীতে ২ জন, চট্টগ্রামে ৩, বরিশালে ৭, সিলেটে ১, দিনাজপুরে ১২, কুমিল্লায় ২১ ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
মাদরাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলো ১২ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছে ১২ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৮২ শতাংশ।
একই দিন কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩ হাজার ৬০৪ জন অনুপস্থিত ও ২৯ পরীক্ষার্থী বহিষ্কার হয়। অনুপস্থিতির হার ২ দশমিক ৯৯ শতাংশ।