বাড়ছে ডেঙ্গু রোগী
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৯:১৮:০৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: কোভিড পরিস্থিতির স্বস্তিদায়ক থাকলেও এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যে চলতি মাসের ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত এপ্রিলের ৩০ দিনে ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগী ভর্তি হয়েছেন। কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে এ বছর আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪৪ জনে। তাদের মধ্যে ঢাকায় ৬৪০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫০৪ জন ডেঙ্গু রোগী।
চিকিৎসা শেষে ১ হাজার ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে ৫৭০ জন ঢাকার ও ৪৮৬ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর ৬০ শতাংশই ঢাকার।
বিশেষজ্ঞরা সিটি করপোরেশনগুলোকে তাদের মশক নিধন কার্যক্রম বিশেষ করে এডিস মশা মারার বিষয়টি জোরদার করার তাগিদ দিয়েছেন। একইসঙ্গে এ ভাইরাসের বিষয়ে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালকে।
পতঙ্গবিজ্ঞানী ও বাংলাদেশ জ্যুয়োলজিকাল সোসাইটির সাবেক সভাপতি মানজুর চৌধুরীর বলেন, সবাই যাতে নিজেরাই নিজ নিজ এলাকায় নিয়মিত মশকবিরোধী অভিযান চালাতে পারে তার জন্য প্রয়োজনীয় কীটনাশক ও স্প্রে মেশিন সহজলভ্য করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।