ছাতকে কিশোরী ধর্ষণ মামলার আসামী জেল হাজতে
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৬:০৫:১০ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ৪ সন্তানের জনক কর্তৃক এক কিশোরী ধর্ষণের মামলার আসামী ফয়জুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জের ছাতক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হোলাল উদ্দিনের আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো নিদেশ দেন।
জানা যায়, গত ৩ মে দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউপির মুলতানপুর গ্রামের দিনমজুর বোরহান উদ্দিনের বসতঘরে ঢুকে কিশোরীর মুখ হাত পা বেঁধে ধর্ষনের এ ঘটনা ঘটে।
এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন গ্রামের মাতব্বররা। ৪ মে সকালে গ্রামের ফুল মিয়ার বাড়িতে এক শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ষকের চাচাতো ভাই মাদরাসা শিক্ষক মাওলানা ওয়ারিছ উদ্দিনের সভাপতিত্বে শালিস বৈঠকে ধর্ষক ফয়জুল হক (৪০) কে শাস্তি হিসেবে তার মাথার চুল কর্তন ও জুতার মালা পরিয়ে শাস্তি দেয়। অভিযুক্ত ৪ সন্তানের জনক ফয়জুল হক উপজেলার জাউয়াবাজার ইউপির মুলতানপুর গ্রামের দলিল লেখক আব্দুস সালামের ভাই ও মৃত সুলেমান আলীর পুত্র।
এ ঘটনায় গত ৫ মে সকালে ভুক্তভোগী কিশোরীর মা সুলতানা বেগম বাদী হয়ে ৪ সন্তানের জনক ধর্ষক ফয়জুল হককে আসামী করে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযুক্ত কিশোরী ধর্ষন মামলার আসামী ফয়জুল হককে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।