সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৬:১২:৪৩ অপরাহ্ন
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদ’র অবসরজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের অভিভাবক ফোরাম। সোমবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অভিভাবকদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অভিভাবকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন, মোহাম্মদ ফয়জুর রহমান, মোস্তাক আহমদ, মো. জোলহাস হোসেন, মুহাম্মদ ইসলাম উদ্দিন, হোসাইন আহমদ, সাজ্জাদুল ইসলাম সাচ্চু, সাজাহান আহমদ, আবদুর রহিম, আব্দুল কাদির লিটন, আব্দুল হান্নান, সায়ফুল আলম মোস্তাক প্রমুখ। সংবর্ধনার জবাবে বিদায়ী প্রধান শিক্ষক জহুর আহমদ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি