অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৯:০৯:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : টানা এক সপ্তাহ ধরে সিলেটে বইছিলো দাবদাহ। দু:সহ তাপমাত্রায় হাঁপিয়ে উঠেছিলো জনজীবন। গরম থেকে রক্ষা পেতে প্রার্থনা ছিলো বৃষ্টির। অবশেষে বুধবার শেষ বিকেলে সিলেটে দেখা মিললো এক পশলা বৃষ্টির। সেই বৃষ্টিতে প্রশান্তি এলো মানুষের মাঝে।
বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে শুরু হয় ঝড়ো হাওয়া। এতে উড়তে থাকে ধূলোবালি। এরপরই নামে মাঝারি ধরনের বৃষ্টি।
গরম ও বিদ্যুৎ বিভ্রাটে সিলেটে জনজীবন হয়ে পড়েছিলো অতিষ্ঠ। টানা দুই দিন তাপমাত্রা উঠে যায় ৩৮ ডিগ্রীতে। তবে বিকেলের বৃষ্টি ও দমকা হাওয়ায় স্বস্তি ফিরেছেন সিলেটের জনজীবনে। শহরের বাসা-বাড়ির ছাদে কিংবা জনারন্য রাস্তায় অনেককেই বৃষ্টিতে ইচ্ছে করে ভিজতে দেখা গেছে।
এর আগে দিনে আবাহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।