বন্দরবাজারে রাস্তার পাশে লাশ
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৮:১৭:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে রাস্তার পাশে থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামনের রাস্তা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, অজ্ঞাত ওই ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলছেন- মারা যাওয়া লোকটি মানসিক ভারসাম্যহীন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করছে।