সিলেটে বিএনপির ১৩ নেতাকর্মী রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৮:১৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। পুলিশ অ্যাসল্ট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে এসএমপির কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার ১৩ জনকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমীন খানম তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি ওই মামলায় আসামিদের আইনজীবী হিসেবে রিমান্ড শুনানিতে অংশ নেন।
ওই ১৩ আসামি হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহ-সাংগঠনিক মো. আবদুস সালাম, যুবদলের নেতা পারভেজ আহমদ, রাজু আহমেদ, ছাত্রদলের নেতা কামরুল হাসান, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সদস্য জুনায়েদ হোসাইন, সাইফুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লাহিন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বদরুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জাসাস নেতা সিরাজ উদ্দিন।
এর আগে ২ মে বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় ছাত্রদলের মিছিল থেকে ৮ নেতা- কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে ওইদিন রাতে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে কোতোয়ালি থানার শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের উপপরিদর্শক কাজী জামাল উদ্দিন বাদি হয়ে মামলা করেন। এতে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ আনা হয়।