আবু তাহের চৌধুরীর সম্মানে লেখক ফোরামের সাহিত্য উৎসব
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৮:২৯:৩৫ অপরাহ্ন
সিলেট লেখক ফোরামের উদ্যোগে ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউ.কের সভাপতি সাংবাদিক কবি কে এম আবু তাহের চৌধুরীর সম্মানে সাহিত্য উৎসব, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফোরাম সভাপতি ও এ এম কলেজ গভর্নিং বডির সদস্য সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক পূণ্যভূমির প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আল-মুছিম স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কলামিষ্ট আফতাব চৌধুরী।
সৈয়দ আকবর আলী ও সৈয়দা আনওয়ারা বেগম হাফিজিয়া এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা সৈয়দ আকামত আলী রুবেলের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত ও আল-মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মানিক মিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর মৌলভীবাজার সংবাদদাতা ছাদিক আহমদ, আল মুছিম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মজিরুল ইসলাম চৌধুরী তকবির মিয়া, গভর্নিং বডির সভাপতি আমিনুল হক দুদু, প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান লিটন, গভর্নিং বডির সদস্য আরফান আলী মেম্বার, আসকর আলী, সাংবাদিক আব্দুল মালিক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মনজুর হোসেন, মাওলানা হাসান আহমদ, সুমি বেগম, সিপা বেগম, মোস্তফা মারুফ, আব্দুল মুক্তাদির, সাকেল আহমদ, রুনা বেগম, ফাহিমা আক্তার।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শাহরিয়ার ইসলাম জয়। কবি কে এম আবু তাহের চৌধুরীকে নিয়ে লেখা কবিতা আবৃতি করেন কবি শায়খ তাজুল ইসলাম আউয়ালমহলী।
সংবর্ধিত অতিথির বক্তব্যে কবি কে এম আবু তাহের চৌধুরী বলেন, সিলেট লেখক ফোরাম বিগত প্রায় বিশ বছর যাবত সিলেট বিভাগ তথা বাংলাদেশে সাহিত্যসেবার পাশাপাশি আন্তর্জাতিক বিশে^ও বাংলা ভাষার আরও উৎকর্ষ সাধনে ও সাহিত্য চর্চায় অনন্য ভুমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তসহ যুক্তরাজ্য, ইউরোপ, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ভারতসহ বিভিন্ন দেশে আয়োজন করে যাচ্ছে সাহিত্য সভা ও বর্ণিল এবং ব্যতিক্রমধর্মী বিভিন্ন অনুষ্ঠানের। তারই ধারাবাহিকতায় আজকের এই বর্ণিল সাহিত্য উৎসবের আয়োজন। গুণীজনদের উপস্থিতিতে এ আয়োজন ইতিহাসের পাতায় মাইলফলক হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সিলেট লেখক ফোরামের কার্যক্রমের ভুয়সি প্রশংসা করে বলেন, সিলেট লেখক ফোরামের উপদেষ্টা কবি কে এম আবু তাহের চৌধুরী বিলেতে প্রবাসীদের অধিকার আদায়ে রেখে যাচ্ছেন অগ্রণী ভুমিকা। নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বিভিন্ন আন্দোলন সংগ্রামের। পাশাপাশি লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতার দায়িত্ব পালন করে যাচ্ছেন বর্তমানে। তিনি বলেন তাঁর এ সম্মান ও সফলতায় আমরাও সম্মানিত। আমরা অনুপ্রাণিত। ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল অনুষ্ঠানে আগত অতিথি ও গুণীজনদের অভিনন্দন জানান এবং ভবিষ্যত কার্যক্রমে সকল মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে তাৎক্ষণিক কবিতা লেখা প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও উপহার সামগ্রী এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে এক হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি