সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৮:৪২:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় এসএমপির সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এ সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশন(ট্রাফিক বিভাগ) গৌতম দেব, সহকারি পুলিশ কমিশনার আতাহারুল ইসলাম তালুকদার, টিআই (প্রশাসন-ভারপ্রাপ্ত) ইফতেখার হোসেন মাহমুদ সহ ট্রাফিক বিভাগের অন্যান্য টিআই ও সার্জেন্টগন।
সভায় পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ সড়কের শৃঙ্খলা রক্ষায় ও যানজট নিরসনের জন্য রেজিষ্ট্রেশন ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল, দূর্ঘটনা রোধে মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন/২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেন।