কম তাপমাত্রায় প্লাস্টিক-খেকো অণুজীব শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৮:৪৫:৪২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: কম তাপমাত্রায় প্লাস্টিক হজম করতে পারে এমন অণুজীব আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। আল্পস ও আর্কটিক এলাকায় যাদের পাওয়া গেছে। অণুজীবগুলো প্লাস্টিক পুনর্ব্যবহারের েেত্র মূল্যবান হাতিয়ার হতে পারে।
সুইস ফেডারেল ইনস্টিটিউট ডব্লিউএসএলের বিজ্ঞানীদের খুঁজে পাওয়া এই অণুজীব ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাস্টিক হজম করতে পারে। যাকে মাইক্রোবায়াল পুনর্ব্যবহারে অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি এ গবেষণা ফলাফল ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশ হয়েছে।
ডব্লিউএসএলের ড. জোয়েল রুথি ও তার সহকর্মীরা গ্রিনল্যান্ড, স্যালবার্ড ও সুইজারল্যান্ডে এক বছর মাটিতে মুক্তভাবে পড়ে থাকা বা ইচ্ছাকৃতভাবে পুঁতে রাখা প্লাস্টিক থাকা ১৯টি ব্যাকটেরিয়া ও ১৫টি ছত্রাকের নমুনা সংগ্রহ করেন।
অন্ধকার পরীাগারে গবেষকরা ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবাণুগুলোকে বাড়তে দেন। বিভিন্ন ধরনের প্লাস্টিক হজম করতে পারে কি না সেই পরীা করেন। ফলাফলে দেখা যায়, এ সব ব্যাকটেরিয়া ও ছত্রাকের যাদের বড়ো অংশ প্লাস্টিক হজম করতে পারে।
প্লাস্টিক হজম করতে পারে এমন অনেক অণুজীব এর মধ্যেই আবিষ্কৃত হয়েছে। তবে এগুলো সাধারণত ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় কাজ করে। উচ্চ তাপমাত্রার কারণে শিল্পে এ ধরনের অণুজীবের ব্যবহার ব্যয়বহুল। এছাড়া বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণেও এই প্রক্রিয়া ভূমিকা রাখে।