জীবন বীমার প্রতিষ্ঠাবার্ষিকী’র আলোচনা রোববার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ৭:৫৮:০৭ অপরাহ্ন
দেশের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তি ১৪ মে রোববার। এ উপলক্ষে এদিন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট আঞ্চলিক অফিস। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গনে বেলুন উড়ানো, কেক কাটা এবং সম্মেলন কক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো.মজিবুর রহমান। সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক-উন্নয়ন মো.কামরুল হাসান খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি