শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ৫:৩২:৩৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আগামী দিনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এবং এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালন করার কথাও তুলে ধরা হয়। পাশাপাশি ঈদুল আযহাকে সামনে রেখে গরু চুরি রোধে রাতের বেলা পুলিশের টহল বাড়ানোর আহবান জানানো হয়।