জকিগঞ্জে সমাজসেবক আব্দুল আজিজের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ৫:৫৪:১২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদের শ্বশুর আব্দুল আজিজ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বিকেল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রয়েছেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভরন মোহাম্মদিয়া শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়।