ওসমানীনগরে আল আমানাহ্ ফাউন্ডেশনের টিউবওয়েল উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ৭:১৮:২৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে আল আমানাহ্ ফাউন্ডেশন ইউকে এর পক্ষ থেকে খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে প্রদানকৃত টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির জন্য সাবমারসিবল পাম্পসহ টিউবওয়েল প্রদান করা হয়।
বৃহস্পতিবার বেলা ২টায় বিদ্যালয়ের হল রুমে উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য চ্যাপ্টারের সভাপতি মুহাম্মদ হাফিজুর রহমান। এলাকার মুরব্বী আওলাদ আলী মাস্টার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহবুব চৌধুরী, সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য জাহাঙ্গীর আলম, দবির উদ্দিন, ছাদিক মিয়া, গোলাম কিবরিয়া, জগলু মিয়া, আতিকুর রহমান, তোফাজ্জল ইসলাম, রেজাউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মহরম আলী, সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন, সহকারী শিক্ষক সৈয়দ আওলাদ আলী, সুদীপ্ত কুমার রায়, কর্ণ সিন্ধু রায়, রহসন আলী, জুমা বেগম প্রমূখ।