তাহিরপুরে বর্ডারহাট চালুর লক্ষ্যে বৈঠক
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ৮:১৮:১১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: বর্ডার হাট চালুর লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বাংলাদেশ ও ভারতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)
পর্যায়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা (গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস) এলাকাতে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতের পক্ষে এডিএম এল জিং কিং ও বাংলাদেশের পক্ষে এডিএম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ উপস্থিত ছিলেন। এছাড়াও ভারতের রাষ্ট্রদূত নিরাজ কুমার জায়সয়াল, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, ওসি সৈয়দ ইফতেখার হোসেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিজিবির কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, এই হাট চালু হলে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ হবে বলে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, ইতিমধ্যেই হাটে বসার জন্য দোকান কোটা তৈরী করে চারিদিকে কাঁটাতারের বেড়ার কাজসহ অন্যান্য সকল কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, এই হাটটি দেশের অন্যান্য হাটের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। আগামী ২৪ মে অথবা ৩১ মে সীমান্তের এই বর্ডারহাট চালু করা হবে। এ সংক্রান্ত বিষয়ে আনুসাঙ্গিক প্রস্তুতির কাজ চলছে।