১৮ নং ওয়ার্ডে উজ্জ্বলের সমর্থনে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ৮:২৩:২৩ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল আগামী নির্বাচনেও প্রার্থী হতে যাচ্ছেন। এ লক্ষ্যে তার সমর্থনে বুধবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মৌসুমী আবাসিক এলাকায় জিল্লুর রহমান উজ্জ্বলের বাড়িতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মিরাবাজার আগপাড়া জামে মসজিদের মোতোয়াল্লী মুক্তিযোদ্ধা নূরুল ওয়াহিদ তুরনের সভাপতিত্বে ও এ এম মিজানুর রহমান মিজানের পরিচালনায় মতবিনিময় সভায় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
এসময় তারা বিগত দিনে ১৮ নং ওয়ার্ডে ধারাবাহিক বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মৌসুমী আবাসিক এলাকায় আর কোন প্রার্থী না থাকায় তারা মতবিনিময় সভায় আবার উজ্জ্বলকে নির্বাচিত করতে ভোট প্রদানের আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুনু মিয়া, আগপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আছহাব উদ্দিন, সাবেক পৌর কমিশনার রফি আহমদ নোমান, এডভোকেট গোলাম রব্বানী কামাল, মোঃ রহিম খান, বদরুল আমিন লস্কর, ফারুক আহমদ, ডাঃ পিসি দেব নাথ, বিধান দে, মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহিউল ইসলাম চৌধুরী মনসুর, হাফিজ জামাল উদ্দিন, সরফুল ইসলাম চৌধুরী ছাদিক, রুনু দে, সাজেদ আহমদ চৌধুরী বাপন, সলমান আহমেদ, পাপলু পাল, তনু দে, ওয়াহিদুল হক চৌধুরী মারুফ, ইফতেখার আহমদ ফরহাদ, ঊবায়েদ বিন বাছিত সুমন, জাহাঙ্গীর আহমদ বাবর প্রমুখ। বিজ্ঞপ্তি