কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রে আশ্রয় আইন : শেষ সময়ে অভিবাসীর ঢল
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ৯:০৬:১৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রতিরোধ নীতি শিরোনাম ৪২ বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে এটি ওঠালেও অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের বৈধ হওয়ার পথ কঠিন করতে নতুন এক আইন আনছে দেশটি। এমন অবস্থায় মেক্সিকো সীমান্তে অভিবাসীর ঢল নেমেছে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রতিদিন দশ হাজারের বেশি অভিবাসী সীমান্ত অতিক্রম করছে।
খবরে বলা হয়েছে, একটি নতুন প্রবিধান কার্যকর হওয়ার আগে হাজার হাজার অভিবাসী এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। নতুন ওই আইনটি অবৈধভাবে পাড়ি দেওয়া বেশিরভাগকে আশ্রয় চাইতে বাধা দিতে পারে। আসলেই যুক্তরাষ্ট্র কী আইন করছে এবং এটি কীভাবে কাজ করবে তা নিয়ে অনেক বিভ্রান্তিতে আছেন। তাই তারা মেক্সিকো সীমান্তে জড়ো হচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার একটি প্রবিধান জারি করেছে। এতে বলা হয়েছে যে, দেশটিতে আশ্রয় চাওয়া অভিবাসীরা যদি এর আগে অন্য কোনো দেশে সুরক্ষার জন্য আবেদন না করেন তাহলে তারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অযোগ্য হবেন। নতুন নিয়মটি প্রেসিডেন্ট জো বাইডেনের সীমান্ত প্রয়োগ পরিকল্পনার একটি মূল অংশ। অপরদিকে শেষ হতে যাওয়া শিরোনাম ৪২ করোনাভাইরাস মহামারির মধ্যে অভিবাসী ঠেকাতে প্রয়োগ করেছিল তৎকালীন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২০২০ সালের মার্চ মাস থেকে শিরোনাম ৪২ প্রয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে অনেক অভিবাসীকে আশ্রয় নেওয়ার সুযোগ ছাড়াই দ্রুত মেক্সিকোতে বহিষ্কার করা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বলেছেন যে, নতুন নিয়মের অর্থ অবৈধভাবে পারাপার হওয়া অভিবাসীদের জন্য কঠোর পরিণতি হবে ধরা পড়লে। তারা আশ্রয়ের যোগ্য না হলে পাঁচ বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসন এবং নিষিদ্ধ হতে পারে।
ওয়াশিংটনে এক প্রেস কনফারেন্সে মায়োরকাস বলেন, আমরা এটা খুব স্পষ্ট করে দিচ্ছি যে আমাদের সীমান্ত খোলা নয়। অনিয়মিতভাবে পারাপার আইনের পরিপন্থী এবং যারা সাহায্য পাওয়ার যোগ্য নয় তাদের দ্রুত ফিরিয়ে দেওয়া হবে।’
রয়টার্স জানিয়েছে, অভিবাসীরা মেক্সিকো সীমান্তের বিভিন্ন অংশের জড়ো হচ্ছে। তাদের মধ্যে অনেকেই কখন বা কীভাবে পার হবে সে সম্পর্কে অনিশ্চিত। ড্রোন ফুটেজে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ থেকে এল পাসো, টেক্সাসের সীমান্ত বেড়ায় বিশাল জনতাকে জড়ো হতে দেখা গেছে।
সানডিয়াগো, ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর তিজুয়ানাকে বিভক্ত করা একটি সুউচ্চ প্রাচীরে সাম্প্রতিক দিনগুলোতে শত শত লোক ঝাঁপিয়ে পড়েছে। তারা বর্ডার টহল এজেন্টদের কাছে যাওয়ার অপেক্ষায় রয়েছে। কেউ কেউ কয়েকদিন ধরে সীমান্তে কম্বলের নিচে আশ্রয় নিয়েছে। তারা নো ম্যানস ল্যান্ডে প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা করছে।
একদল একক মহিলা এবং কলম্বিয়ার দুটি ছোট বাচ্চাসহ একটি পরিবার বলেছে যে, তারা ৭ দিন আগে বাড়ি ছেড়ে এল সালভাদরে যায় এবং তারপর মধ্য আমেরিকা এবং মেক্সিকো বাস ভ্রমণ করে সীমান্তে পৌঁছেছে।
৩০ বছর বয়সি ডায়ানা বলেন, আমরা শুনেছি যে শিরোনাম ৪২ শেষ হতে চলেছে এবং এরপর কোনও বিকল্প থাকবে না। তিনি সংবাদমাধ্যমে নীতি পরিবর্তন হওয়ার কথা শুনেছেন।
সীমান্ত টহল এজেন্টদের জন্য একটি ইউনিয়নের সভাপতি ব্র্যান্ডন জুড বলেছেন, সোমবার এবং মঙ্গলবার প্রতিদিন দশ হাজারের বেশি অভিবাসীকে মার্কিন-মেক্সিকো সীমান্তে অবৈধভাবে পারাপার করা হয়েছে।