বিশ্ববাজারে আরও কমলো সয়াবিনের দাম
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ৯:১০:৪১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বিশ্ববাজারে সয়াবিনের দাম আরও কমেছে। বুধবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য আরও কমে প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৪ ডলার ১৪ সেন্টে। যা আগের কার্যদিবসে (মঙ্গলবার) ছিল ১৪ ডলার ২৭ সেন্টে।
মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে সয়াবিন চাষযোগ্য জমির ৩৫ শতাংশে তেলবীজটি রোপণ করা হয়েছে।