১২নং ওয়ার্ডে সিকন্দর আলীর মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৫:৫১:১৩ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে নগরীর শেখঘাটস্থ সাবেক মেম্বার মরহুম নসিবুল হক চান মিয়া’র বাসভবনে বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শফিক মাহমুদ এর সভাপতিত্বে ও মাওলানা তোফায়েল আহমদ সবুজের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সদর মৎস্য আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাদশা মিয়া, রুহেল আহমদ, মতিউর রহমান মতিন, আব্দুস সালাম, লিয়াকত আলী খান, বাচ্চু মিয়া, জাহিদ মিয়া, সুহেল আহমদ, শহিদুল ইসলাম মুন্না, মোঃ আরিফ, মোস্তাক আহমদ রুবেল, আছলাম হোসেন, জাকি দেওয়ান আরাফত চৌধুরী, হানিফ, আব্দুল কাদির বুলেট, রুবেল আহমদ, কবির আহমদ শিপু, এডভোকেট সৈয়দ দেলোয়ার হোসেন, মোঃ মুন্না, মোঃ জুম্মান, হানিফ মিয়া, স্বপন কুমার, অনিক চৌধুরী দ্বীপ, ফারহান আহমদ শুয়েব, আকির মিয়া, আঙ্গুর মিয়া, বাপ্পী মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় ওয়ার্ডের সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর মোঃ সিকন্দর আলী বলেন, জনসেবাকে আমি ইবাদত মনে করেই কাজ করে যাচ্ছি। ১২নং ওয়ার্ডবাসীর সুখে দুঃখে সব সময় আমি পাশে থাকতে চাই। এলাকার বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোই আমার প্রধান লক্ষ্য। তিনি বলেন, আগামী সিটি নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালবাসা প্রত্যাশা করছি। বিজ্ঞপ্তি