অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ : অধ্যাপক মুজিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৫:৫৬:২৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির জন্য প্রতিটি মানুষের আল্লাহর দাস বা গোলাম হতে হবে। আর আল্লাহর দাস বা গোলাম হওয়ার জন্য সর্বোত্তম কাজ হচ্ছে আল্লাহর জমিনে তাঁরই দ্বীন প্রতিষ্ঠার কাজ করা। যে কাজ সকল নবী ও রাসুলগণ করেছেন। জামায়াতে ইসলামীর সদস্যরা এই মহান দায়িত্ব আঞ্জাম দেয়ার জন্য শপথবদ্ধ হয়েছেন, সুতরাং শপথের দাবী হচ্ছে দ্বীন কায়েমের সংগ্রামে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা। এই দায়িত্ব জামায়াত সদস্যদেরকে নিতে হবে।
তিনি শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ আয়োজিত ভার্চ্যুয়াল রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা হাবিবুর রহমান।
আমীরে জামায়াত আরোও বলেন, সর্বোত্তম জিহাদ হচ্ছে অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা। বর্তমান অত্যাচারী আওয়ামী শাসন অতীতের যে কোন অত্যাচারী শাসককে হার মানিয়েছে। এমতাবস্থায় আমাদের নীরব থাকার সুযোগ নেই। ঈমানের ন্যূনতম দাবী পূরনের জন্য জালিমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিতে আহবান জানান।
শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, হাফিজ নাজমুল ইসলাম, সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি